লেনদেনের ৫০ শতাংশই দখলে নিল চার খাত
![লেনদেনের ৫০ শতাংশই দখলে নিল চার খাত](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6481/65468461867.jpg)
সপ্তাহের প্রতীয় কার্যদিবস রোববার (০২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৫০ শতাংশই ছিল চার খাতের কোম্পানির দখলে। এই চার খাতের মধ্যে রয়েছে তথ্য ও প্রযুক্তি, খাদ্য ও আনুষাঙ্গিক, ফার্মা এবং বিবিধ খাত।ডিএসইর খাতভিত্তিক প্রতিষ্ঠানের তালিকা থেকে দেখা যায়, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো মোট ২২টি খাতে বিভক্ত। এর মধ্যে লেনদেন হয় ১৯টি খাতের।রোববার ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ার। দিনভর এ খাতের কোম্পানিগুলোর ১০৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ৭৪ শতাংশ।লেনদেনে বড় ভূমিকা রাখলেও এ দিন তথ্য ও প্রযুক্তি খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। এ খাতের ৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩টির। আর একটির দাম অপরিবর্তিত রয়েছে।লেনদেনে দ্বিতীয় স্থান দখল করা খাদ্য ও আনুষাঙ্গিক খাতের প্রতিষ্ঠানগুলোর ৫৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ২৪ শতাংশ। লেনদেনের পাশাপাশি দাম বাড়ার তালিকাতেও দাপট দেখিয়েছে এ খাত। লেনদেনে অংশ নেয়া ১৯টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম বেড়েছে ১১টির। শেয়ারদর কমেছে ৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির।লেনদেনে বড় ভূমিকা রাখা ফার্মা খাত অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর ৪৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৬৫ শতাংশ। এ দিকে লেনদেনে অংশ নেয়া এ খাতের ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম বেড়েছে ৮টির। শেয়ারদর কমেছে ২টির, আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।এছাড়াও, লেনদেনে চতুর্থ অবস্থানে থাকা বিবিধ খাতে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর ৪১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৩০ শতাংশ। এ দিকে লেনদেনে অংশ নেয়া এ খাতের ১৩টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৪টির। শেয়ারদর কমেছে ৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির।