লেনদেনে ফিরছে প্রিমিয়ার সিমেন্ট

Date: 2023-03-06 16:00:26
লেনদেনে ফিরছে প্রিমিয়ার সিমেন্ট
রেকর্ড ডেটের পর আজ মঙ্গলবার (০৭ মার্চ) লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। গতকাল সোমবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন নিতে আগামী ২৮ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬ টাকা ১৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়ায় ৬৭ টাকা ১৩ পয়সায়। যা আগের বছর শেষে ছিল ৭৯ টাকা ৮৩ পয়সায়।

Share this news