লেনদেনে ফিরছে পাওয়ারগ্রিড

Date: 2023-07-16 06:00:08
লেনদেনে ফিরছে পাওয়ারগ্রিড
নির্ধারিত রেকর্ড ডেট শেষে আজ থেকে পুঁজিবাজারে লেনদেনে ফিরতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড। গত বৃহস্পতিবার বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানির লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিদ্যুৎ বিভাগের অনুকূলে শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ৮ হাজার কোটি টাকার বেশি মূল্যমানের সাধারণ ও প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। কোম্পানিটি ইকুইটি হিসেবে বিদ্যুৎ বিভাগের কাছ থেকে এ অর্থের সমপরিমাণ টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করেছে। এবার সে অর্থের বিপরীতে বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে শেয়ার ইস্যু করতে চায়। পাশাপাশি পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি বাড়িয়ে ১৫ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এসব বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল বৃহস্পতিবার।চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পিজিসিবির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ৯২ পয়সা।

Share this news