লেনদেনে চমক থাকলেও শেয়ার দরে মন্দাভাব
![লেনদেনে চমক থাকলেও শেয়ার দরে মন্দাভাব](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5721/share-sponsor.png)
গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি ছিল বাংলাদেশ জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, এডিএন টেলিকম, সী পার্ল হোটেল, শাইনপুকুর সিরামিক, জেমিনি সী ফুড, আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, আলহাজ্ব টেক্সটাইল ও অরিয়ন ফার্মা লিমিটেড।কোম্পানিগুলোর মধ্যে কেবল বিএসসি ও সী পার্ল হোটেলের শেয়ার দর কমেছে। বাকি কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে। যার ফলে এই দুই কোম্পানির বিনিয়োগকারীদের কষ্ট বেড়েছে।কোম্পানি দুটির মধ্যে বিএসসি’র দর কমেছে ৩.৮১ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবস বিএসসি’র উদ্বোধনী দর ছিল ১৩২ টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৮ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৩.৮১ শতাংশ।অন্যদিকে, সপ্তাহের প্রথম কার্যদিবস সী পার্ল হোটেলের উদ্বোধনী দর ছিল ২৮০ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৭৭ টাকা ৮০ পয়সা। কোম্পানিটির দর কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৩.৪৭ শতাংশ।কোম্পানি দুটির মধ্যে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে বিএসসি’র শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮ টাকা ২৮ পয়সায়।অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে সী পার্ল হোটেলের ইপিএস হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭২ পয়সায়।কোম্পানি দুটির মধ্যে সর্বশেষ শেয়ার দর অনুযায়ি বিএসসি’র মূল্য আয় অনুপাত (পিই রেশিও) হলো ৭.৬৬ এবং সী পার্ল হোটেলের ৩৯.৩১ পয়েন্ট।