লেনদেন কমলেও সূচক বেড়েছে

ঈদের ছুটি শেষে প্রথম দিনের লেনদেনে আলো ছড়িয়েছে পুঁজিবাজার। এদিন বাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সব মূল্যসূচক।আজ বুধবার (১৯ জুন) সূচকের উর্ধমুখী ধারায় লেনদেন শুরু হয় বাজারে। দিনভর সূচকে কিছুটা ওঠা-নামা থাকলেও কখনো তা আগের দিনের চেয়ে নিচে নামেনি। দিন শেষে প্রতিটি সূচক আগের দিনের চেয়ে উপরে অবস্থান নেয়।এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ দশমিক ৫৭ পয়েন্ট (০.৮৫ শতাংশ) বেড়ে ৫ হাজার ১৬১ দশমিক ৩৮ পয়েন্ট দাঁড়ায়। ডিএসইতে শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ দশমিক ২৫ পয়েন্ট (১.১৯ শতাংশ) বৃদ্ধি পায়। নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএসই৩০ বৃদ্ধি পায় ২২ দশমিক ২৪ পয়েন্ট (১.২২ শতাংশ)।ডিএসইতে এদিন ৩৯২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৩২টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৫৯.১৮ শতাংশ। এই বাজারে ৯৬টি কোম্পানির শেয়ারের দাম কমে এবং ৬৪ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।এদিন ডিএসইতে ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪২৩ কোটি ১৪ লাখ টাকা।বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে ছিল কিছুটা মিশ্র চিত্র। এই বাজারে এদিন সব মূল্যসূচক বাড়লেও লেনদনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানি শেয়ারের মূল্য হারিয়েছে। এদিন বাজারটিতে ১৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭১টির দাম। বাজারটিতে ২১ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।