লেনদেন বেড়েছে ১৪ শতাংশ
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে৫৮ কোটি বা ১৪ শতাংশ। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, দর কমেছে ৫৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১০ টির। ডিএসইতে ৪৭২ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ১৩ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪১ পয়েন্টে। সিএসইতে ১৩৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩২ টির দর বেড়েছে, কমেছে ২৪টির এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।