লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে (১০ সেপ্টেম্বর-১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে। সেই সঙ্গে কমেছে বাজার মূলধন। তবে আলোচ্য সপ্তাহে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ২৪১ কোটি ৫৯ লাখ টাকা বা ৯ দশমিক ২১ শতাংশ।গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪৯৬ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ১৬০ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৯৩৩ কোটি ২৯ লাখ ৭৬ হাজার ৮৮৮ টাকায়।বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ০৫ পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩০২ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে ২ দশমিক ৫৩ পয়েন্ট হারিয়েছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ৮ দশমিক ৬১ পয়েন্ট।গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০৩ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২০৪টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে ৬৬টির, বিপরীতে কমেছে ৯৯ কোম্পানির শেয়ারদর।