লেনদেন বাড়লেও কমেছে সূচক

Date: 2023-01-18 00:00:09
লেনদেন বাড়লেও কমেছে সূচক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৮ জানুয়ারি) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বুধবার ডিএসইতে ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।টানা উত্থানের পর আজ শেয়ারবাজারে সূচকের পতন কিছুটা বাজারকে সংশোধনের করেছে। যা শেয়ারবাজারের একটি স্বাভাবিক নিয়ম। কয়েকদিন উত্থানের পর বাজারে এমন পতনে হওয়ার অস্বাভাবিক কিছু নয়। কারণ বাজারে উত্থানপতন চলমান একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৩ কোটি ৮১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯০০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৫৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৭ পয়েন্টে এবং ২২১০ পয়েন্টে।ডিএসইতে আজ ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির, শেয়ার দর কমেছে ১৩৮টির এবং ১৮১টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৮৪ পয়েন্টে। সিএসইতে আজ ২২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ৮২টির এবং ৯৭ টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news