লাইফ ইন্স্যুরেন্সের পালে হাওয়া
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে লাইফ ইন্স্যুরন্স ১৩টি। এই ১৩টি কোম্পানির মধ্যে আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ১১টি কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। যা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ৮৪.৬২ শতাংশ। আজ লাইফ ইন্স্যুরেন্সের কোনো শেয়ারের দর কমেনি। অপরিবর্তিত রয়েছে বাকি দুটি বা ১৫.৩৮ শতাংশ। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।দীর্ঘদিন ঝিমিয়ে থাকা বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারদর এখন অবস্থান করছে অনেকটা তলানিতে। এখন কম দরের শেয়ারগুলোতে বিনিয়োগ করে ভালো মুনাফা করার সুযোগ রয়েছে। আর এই সুযোগকেই কাজে লাগাতে চান বিনিয়োগকারীরা। যার কারণে এই কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা বাড়ছে। এতে করে কোম্পানিটির পালে হাওয়া লেগেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।জানা গেছে, শেয়ারদর বৃদ্ধি পাওয়া এই ১১টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে তিনটি কোম্পানির রয়েছে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায়। এই তিন কোম্পানির মধ্যে প্রগতি লাইফের শেয়ারদর বেড়েছে ৯.৯২ শতাংশ, সানলাইফের ৯.৮৫ শতাংশ এবং চার্টার্ড লাইফের ৯.৫৮ শতাংশ করে শেয়ারদর বেড়েছে।