লাফিয়ে দর বাড়ার পর দুই কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও

Date: 2023-07-03 17:00:09
লাফিয়ে দর বাড়ার পর দুই কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও
পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দুই কোম্পানির শেয়ার দর বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এক পর্যায়ে শেয়ারগুলো কিনতে মরিয়া হয়ে ওঠে কিছু বিনিয়োগকারী। এর ফলে চাহিদার শীর্ষে চলে আসে শেয়ার দুটি। এক পর্যায়ে যাদের হাতে শেয়ারগুলো ছিল তারা বিক্রি করতে রাজী হননি।কোম্পানিটি দুটি হলো- অলেম্পিক এক্সসেসরিজ ও রূপালী ব্যাংক।আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আজ বেলা পৌনে ১১টায় অলেম্পিক এক্সসেসরিজের শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বেড়ে ১৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। অন্যদিকে রূপালী ব্যাংকের শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বেড়ে ২৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।একদিনে যতটাকা বাড়া সম্ভব ঠিক ততটাকাই বেড়েছে এই শেয়ার দুটির।

Share this news