লাফার্জহোলসিম বাংলাদেশের নগদ লভ্যাংশ প্রেরণ
: শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশের ঘোষিত অন্তর্বর্তীকালীণ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে ১৬ নভেম্বর সমাপ্ত ১০ মাসের (জানুয়ারি-অক্টোবর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২য়বার ১৮ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীণ লভ্যাংশ ঘোষণা করে। ১ম দফায় ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীণ লভ্যাংশ ঘোষণা করেছিল।অন্তর্বর্তীকালীণ লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ৬ ডিসেম্বর।