ক্যাশ-বোনাসে খুশী ইউনিলিভারের বিনিয়োগকারীরা

Date: 2023-03-12 14:00:15
ক্যাশ-বোনাসে খুশী ইউনিলিভারের বিনিয়োগকারীরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের জন্য ২৪০ শতাংশ ক্যাশ এবং ৬০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। কোম্পানিটির ডিভিডেন্ডে বিনিয়োগকারীরা খুশি। যে কারণে ডিভিডেন্ড ঘোষণার দিন কোম্পানিটির শেয়ার প্রতি পৌনে ছয়শ টাকা দাম বাড়ল।রোববার (১২ মার্চ) সপ্তাহে প্রধান কার্যদিবস দিনের শুরুতে কোম্পানিটির লেনদেন হয় ২ হাজার ৮৪৯ টাকায়। দিনের শেষে লেনদেন হয় ৩ হাজার ৪২৩ টাকায়। অর্থাৎ একদিনে শেয়ারটির দর বেড়েছে ৫৭৪ টাকা। মন্দা বাজারেও কোম্পানিটির শেয়ারে ছিল ভিন্ন ক্রেজ।তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিটির শেয়ার দাম দীর্ঘদিন যাবত ফ্লোর প্রাইস ২৮৫৯ টাকায় বন্দী ছিল। ডিভিডেন্ড ঘোষণার পর আজ শেয়ারটির দর গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে।সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে কোম্পানির কর পরবর্তী আয় হয়েছে ৭৩ কোটি টাকা। যা ২০২১ সালে ছিল ৫২ কোটি ৮০ হাজার টাকা। অর্থাৎ করোনার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের এই সময়ে যেখানে বেশিরভাগ কোম্পানির মুনাফা কমেছে, সেখানে বহুজাতিক এই কোম্পানির মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ।সেখান থেকে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৪০ শতাংশ ক্যাশ এবং ৬০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে। যদিও এবছরের ডিভিডেন্ড গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন ডিভিডেন্ড ঘোষণা কোম্পানিটির।এর আগের ২০২১ সালে সর্বনিম্ন ৪৪০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। আরও অবাক করা বিষয় হচ্ছে কোম্পানিটি এই প্রথম ৬০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে। এর আগে কখনো বোনাস শেয়ার ডিভিডেন্ড দেয়নি।ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১৬ টাকা ৮৪ পয়সা।শেয়ার প্রতি আয় বাড়ায় বিদায়ী বছরের শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ১৩৯ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ১৬ টাকা ৭২ পয়সা বেড়েছে। যা এর আগের বছর ২০২১ সালে ছিল ১২২ টাকা ৮৮ পয়সা।ঘোষিত ডিভিডেন্ড শেয়াহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ১৬ মে দিন নির্ধারণ করা হয়েছে। ওইদিন কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

Share this news