ক্যাপিটাল মার্কেট এক্সপোর শনিবারের আয়োজনে যা থাকছে

Date: 2023-01-06 04:00:20
ক্যাপিটাল মার্কেট এক্সপোর শনিবারের আয়োজনে যা থাকছে
অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো -২০২৩ এর শেষ দিনের অনুষ্ঠানেও থাকছে দুটি গুরুত্বপূর্ণ সেমিনার। প্রথম সেমিনারটি সকাল সাড়ে দশটায় শুরু হবে। আর দ্বিতীয়টি তথা সমাপনী অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।শনিবার (৭ জানুয়ারি) এক্সপোর প্রথম সেমিনার ‘আপনার টাকা কোথায় রাখবেন’ বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রথম সেমিনারে সেশন চেয়ার হিসেবে উপস্থিত থাকবেন আইডিএলসি ইনভেস্টমেন্টস এর এমডি মনিরুজ্জামান।প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, ডিএসই’র সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী, সিএসই’র পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও শহীদুল আলম, ইউসিবি অ্যাসেট ম্যানজমেন্টের সিইও রাশেদ হাসান, এডজ এএমসি’র সিইও আলী ইমাম।LankaBangla securites single pageএদিন বিকেল সাড়ে চারটার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিএমএসএফ’র চেয়ারম্যান নজিবুর রহমান, ডিএসই’র ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার, সিএসই’র ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক, বিবিএস ক্যাবলসের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার।সমাপনী অনুষ্ঠানে সভাপত্বি করবেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।এবারের এক্সপোতে বিএসইসি, সিডিবিএল, বিআইসিএম, বিএএসএম, আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, লিস্টেড কো্ম্পানি, সম্পাদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ ৩৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিনদিনের এক্সপোতে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের বাইরে বিভিন্ন বিষয়ের উপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে বিএসইসি, ডিএসই ও সিএসইর শীর্ষ কর্মকর্তা, খ্যাতনামা স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফিন্যান্সিয়াল এনালিস্ট প্রমুখ অংশ নিয়েছেন।রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই এক্সপো চলছে। ক্যাপিটাল মার্কেট এক্সপো সকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনও টিকিট লাগবে না। উল্টো প্রবেশ কূপনের র‍্যাফেল ড্রতে থাকবে মূল্যবান সব পুরস্কার।

Share this news