ক্রমাগতই ভারি হচ্ছে শেয়ারবাজারের পতনের পাল্লা

Date: 2022-12-27 00:00:07
ক্রমাগতই ভারি হচ্ছে শেয়ারবাজারের পতনের পাল্লা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে আগের দিনের তুলোনায়। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসইর প্রধান সূচকের পতনে ক্রমাগতই ভারি হচ্ছে পতনের পাল্লা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৮০.২৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫২.৩৪ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.৪৩ পয়েন্ট বেড়েছে।ডিএসইতে আজ ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৭৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৮০ লাখ টাকার।ডিএসইতে আজ ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির, শেয়ার দর কমেছে ১৩৬টির এবং ১৬০টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৯.০৫ পয়েন্টে। সিএসইতে আজ ১২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দর বেড়েছে, কমেছে ৪৩টির আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news