ক্রেতা সংকটে ৪ কোম্পানি

Date: 2023-05-24 21:00:19
ক্রেতা সংকটে ৪ কোম্পানি
আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। এ সময় ক্রেতা সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন খাতের ৪ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ইভিন্স টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯ টাকা ৪০ পয়সা। শেয়ারের দর কমেছে ১.০৫ শতাংশ বা ১০ পয়সা।এদিকে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের সর্বশেষ ইউনিট দর হয়েছে ৯ টাকা ৯০ পয়সা। এই ফান্ডের ইউনিট দর কমেছে ১ শতাংশ বা ১০ পয়সা।এছাড়া ঢাকা ডাইংয়ের সর্বশেষ লেনদেন দর ১৩ টাকা ২০ পয়সা। শেয়ারটির দর কমেছে ১০ পয়সা বা ০.৭৫ শতাংশ।কে এন্ড কিউর সর্বশেষ লেনদেন দর ২২৩ টাকা ৪০ পয়সা। শেয়ারটির দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ০.৫৩ শতাংশ।

Share this news