ক্রেতা নেই ১৯১ কোম্পানির শেয়ারে
![ক্রেতা নেই ১৯১ কোম্পানির শেয়ারে](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6074/No-Buyer.png)
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৯১ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি। এ খাতে ৪২টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বীমা খাতে ৫৬টি কোম্পানির মধ্যে ৩০টি এবং ব্যাংক ও বস্ত্র খাতে ২৩টি কোম্পানি ক্রেতাশূন্য।এছাড়া ক্রেতা হারিয়েছে ওষুধ খাতের ১৯টি, জ্বালানি খাতের ১৩টি, আর্থিক খাতের ১১টি, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮টি, টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট খাতের ৫টি, কাগজ, সেবা, ট্যানারি ও সিরামিক খাতের ২টি কোম্পানি।