কোনো রকমে পতন ঠেকাল পুঁজিবাজার
পুরো সপ্তাহেই দেশের পুঁজিবাজারে অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। এর মধ্যে গত সোম থেকে বুধবার পর্যন্ত টানা তিন কার্যদিবস পয়েন্ট হারিয়েছে সূচক। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল কোনো রকমে পতন ঠেকিয়েছে পুঁজিবাজার। এদিন ডিএসইর সূচক সামান্য বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সূচকের পাশাপাশি লেনদেন কিছুটা বেড়েছে।বাজার বিশ্লেষকরা বলছেন, উচ্চমূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া ও দ্বিপক্ষীয় বাণিজ্যে নিম্নমুখিতার কারণে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও ডলার সংকটের কারণে ব্যবসা পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে এবং এতে অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানির মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে বাজার পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশার পারদ ক্রমেই কমছে। ফলে পুরো সপ্তাহেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দেখা গিয়েছে। সার্বিকভাবে এর প্রতিফলন দেখা গিয়েছে পুঁজিবাজারে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর ৮ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সূচকটি। সকাল ১০টা ৩৬ মিনিটে দিনের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় সূচকটি। অবশ্য এর পরই বাজারে ছন্দপতন ঘটে। লেনদেন শেষ হওয়ার ১ ঘণ্টা আগে আগের দিনের তুলনায় নিম্নমুখী অবস্থানে চলে যায় সূচক। অবশ্য শেষের দিকে ক্রয়চাপ কিছুটা বাড়ায় শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় প্রায় ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল প্রায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, ওরিয়ন ইনফিউশন ও বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের।ডিএসইতে গতকাল ৭৯৮ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে এর আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ১৯ কোটি টাকা।সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ১৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ কোটি ৮০ লাখ টাকা