কোম্পানির মুনাফায় ধাক্কা, শেয়ারবাজারে সংকট বাড়াবে কি

Date: 2023-01-28 20:00:14
কোম্পানির মুনাফায় ধাক্কা, শেয়ারবাজারে সংকট বাড়াবে কি
ইলেকট্রনিক খাতের দেশীয় কোম্পানি ওয়ালটনের মুনাফায় বড় ধরনের ধস নেমেছে গত বছরের শেষার্ধে। বিদায়ী ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সময়কালে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩২ কোটি টাকা বা ৯৭ শতাংশ কমেছে। মুনাফায় এ ধস নামা ও বিক্রি কমা এবং ডলারের বাড়তি দামের কারণে খরচ বৃদ্ধি পাওয়ায় এমন হয়েছে।ওয়ালটন জুলাই-ডিসেম্বরের যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত বছরের শেষ ছয় মাসে কোম্পানিটির বিক্রি আগের বছরের চেয়ে ৫৬৬ কোটি টাকা বা ১৮ শতাংশ কমেছে। এটি হয়েছে মূলত অর্থনৈতিক সংকটের কারণে মানুষ অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেওয়ায়। আলোচ্য সময়ে ওয়ালটন ২ হাজার ৫৮৬ কোটি টাকার পণ্য বিক্রি করেছে, যা ২০২১ সালের একই সময়ে ছিল ৩ হাজার ১৫৩ কোটি টাকা।আর্থিক প্রতিবেদনে ওয়ালটন বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সংকট চলছে। তাতে পণ্য উৎপাদন খরচ বেড়ে গেছে। পাশাপাশি সব ধরনের জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতিও ছিল ঊর্ধ্বমুখী। এ ছাড়া জাহাজভাড়া ও টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে। সব মিলিয়ে কোম্পানির বিক্রি ও মুনাফা কমেছে।

Share this news