কোম্পানি ফ্লোরে থাকলেও বড় জয় পেয়েছেন কর্তারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। সালমান এফ রহমান ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) এবং নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কিশোরগঞ্জ) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।তবে নির্বাচনে ব্যাপক সাফল্য দেখালেও পুঁজিবাজারে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর পারফরম্যান্স অনেকটাই ম্লান। বিশেষ করে গ্রুপের প্রধান দুই কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার আটকে আছে ফ্লোর প্রাইসে। কোম্পানি দুটির শেয়ার বাজারে কেনাবেচা হয়না বললেই চলে। কোম্পানি দুটির মধ্যে বেক্সিমকো পর পর দুই প্রান্তকিকে লোকসান দিয়েছে। অন্যদিকে বেক্সিমকো ফার্মার মুনাফা আগের চেয়ে কমে গেছে।