কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনে বসুন্ধরার আবেদন নাকচ
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৫ শতাংশ শেয়ার কিনে কৌশলগত বিনিয়োগকারী হয়েছে বসুন্ধরা গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান এবিজি লিমিটেড। এর মাধ্যমে কোম্পানিটি সিএসই কমোডিটি এক্সচেঞ্জের অংশীদার হয়েছে।এরপর চলতি বছরের ১৬ মে এবিজি লিমিটেড নিজস্ব কমোডিটি এক্সচেঞ্জ চালু করার জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করে। কিন্তু বিএসইসি কোম্পানিটির আবেদন নাকচ করে দিয়েছে।আবেদন নাকচ করার চিঠিতে বিএসইসি কোম্পানিটিকে জানিয়েছে, সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২ (এম) অনুযায়ী বিএসইসি অনুমোদিত স্টক এক্সচেঞ্জ ব্যতীত কোনো প্রাইভেট প্রতিষ্ঠানকে কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনার অনুমতি প্রদানের সুযোগ নেই। যার কারণে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার আবেদন কমিশনে অনুমোদিত হয়নি।এদিকে, দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) কমোডিটি এক্সচেঞ্জ স্থাপন করতে যাচ্ছে। গত ১১ অক্টোবর কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ে খসড়া বিধিমালা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলামের কাছে হস্তান্তর করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনার বিষয়ে সিএসইর একটি দল গত মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এমসিএক্স) পরিদর্শনে গেছে।কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ২৫ শতাংশ শেয়ার কেনায় এবিজি লিমিটেডের কাছ থেকে সিএসই প্রতিটি শেয়ারের দাম ১৫ টাকা হিসাবে ২৩৭ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা পাবে।কমোডিটি এক্সচেঞ্জে কৃষিপণ্য, গবাদিপশু, মাছ, বনজসম্পদ, খনিজ ও জ্বালানি পণ্যসহ উৎপাদিত যেকোনো পণ্য কেনাবেচা বা লেনদেন হবে।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ অনুযায়ী, উল্লিখিত পণ্যসামগ্রী কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে বেচাকেনা হবে।এই পদ্ধতিতে কেনাবেচাটা হয় কাগুজে বা ইলেকট্রনিক পদ্ধতিতে। মূল পণ্যটি কোনো গুদামে বা মাঠে থাকে। সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর এটির চূড়ান্ত নিষ্পত্তি বা হস্তান্তর হয়।