খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ঔষধ ও রসায়ন খাত

Date: 2024-03-30 13:00:10
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ঔষধ ও রসায়ন খাত
বিদায়ী সপ্তাহে (২৪ মার্চ থেকে ২৮ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ঔষধ ও রসায়ন খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২০ দশমিক ৪০ শতাংশ অবদান রয়েছে এই খাতে।ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, প্রকৌশল খাতে ১৩ দশমিক ৯০ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বস্ত্র খাতে ১১ দশমিক ২০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে খাদ্য খাতে ৯ দশমিক ১০ শতাংশ, ব্যাংক খাতে ৬ দশমিক ৭০ শতাংশ, সিরামিক খাতে ৫ দশমিক ৭০ শতাংশ, ভ্রমণ খাতে ৫ দশমিক ১০ শতাংশ, সাধারন বিমা খাতে ৪ দশমিক ১০ শতাংশ, জীবন বিমা খাতে ৩ দশমিক ৫০ শতাংশ, সিমেন্ট খাতে ৩ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ২ দশমিক ৭০ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২ দশমিক ৬০ শতাংশ, আইটি খাতে ২ দশমিক ৪০ শতাংশ, ট্যানারি খাতে ২ দশমিক ২০ শতাংশ, বিবিধ খাতে ২ দশমিক ১০ শতাংশ, আর্থিক খাতে ১ দশমিক ৬০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৩০ শতাংশ, কাগজ খাতে ১ দশমিক ২০ শতাংশ, সেবা-আবাসন ০ দশমিক ৯০ শতাংশ এবং পাট খাতে ০ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে।

Share this news