খাত ভিত্তিক লেনদেনে ওষুধ ও রসায়ন খাত এগিয়ে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার খাত ভিত্তিক লেনদেনে ওষুধ ও রসায়ন খাত এগিয়ে রয়েছে এবং আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ১৩.৭৩ পয়েন্ট। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষস্থানটি দখলে রেখেছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭৮ কোটি ৪০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৮.৯৬ শতাংশ।এই খাতে লেননের শীর্ষ দশের দ্বিতীয় স্থানটি দখল করেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ লাখ ৯১ হাজার ১১টি যার বাজার মূল্য ২৮ কোটি ৮৩ লাখ ১৬ হাজার টাকা। দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৫.০১ শতাংশ।শীর্ষ লেনদেনের নবম স্থানটি দখল করেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ১৬২টি যার বাজার মূল্য ১৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ১০ পয়সা বা ০.০২ শতাংশ।ওষুধ ও রসায়ন খাতে অন্যান্য কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে জেএমআই হসপিটালের ৯.৮৯ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৯.৪৯ শতাংশ, নাভানা ফার্মার ৫.০১ শতাংশ এবং অ্যাডভেন্ট ফার্মার ২.৭৭ শতাংশ।এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৮.১২ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৫৪ কোটি ৭০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৩.২৩ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ১৩ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৮.৭৪ শতাংশ।