কেপিসিএলের সহযোগী কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ারের সহযোগী কোম্পানি ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ২ টাকা ৭০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটি ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।LankaBangla securites single pageসূত্র জানায়, ইউনাইটেড পায়রা মোট ৩১ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকার লভ্যাংশ দেবে।প্রসঙ্গত, ইউনাইটেড পায়রার ৩৫ শতাংশ শেয়ার আছে খুলনা পাওয়ার কোম্পানিতে।