কেপিসিএলের সহযোগী কোম্পানির লভ্যাংশ ঘোষণা

Date: 2022-10-25 21:00:12
কেপিসিএলের সহযোগী কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ারের সহযোগী কোম্পানি ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ২ টাকা ৭০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটি ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।LankaBangla securites single pageসূত্র জানায়, ইউনাইটেড পায়রা মোট ৩১ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকার লভ্যাংশ দেবে।প্রসঙ্গত, ইউনাইটেড পায়রার ৩৫ শতাংশ শেয়ার আছে খুলনা পাওয়ার কোম্পানিতে।

Share this news