কেমন ইঙ্গিত দিচ্ছে বেক্সিমকো!

Date: 2023-02-06 00:00:17
কেমন ইঙ্গিত দিচ্ছে বেক্সিমকো!
শেয়ারবাজার দীর্ঘদিন মন্দায় কাটছে। বাজারের সাথে তাল মিলিয়ে দীর্ঘদিন ফ্লোরেই আটকে আছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। যার কারণে গত কয়েক মাস ধরেই বিনিয়োগকারীদের পুঁজি আটকে আছে বেক্সিমকোসহ অন্যান্য কোম্পানির শেয়ারে। কিন্তু বাজারকে ভালো করতে হলে বেক্সিমকোর শেয়ার আগে উর্ধ্বমূখী হতে হবে। বেক্সিমকো লিমিটেডের শেয়ার বর্তমান অবস্থান থেকে উর্ধ্বমূখী হতে শুরু করলেই সমস্ত বাজারের গতি পরিবর্তন হয়ে যাবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।কিন্তু মুল মার্কেটে কোম্পানিটির তেমন কোন তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে না। ফ্লোর থেকে কোনভাবেই উঠছে না কোম্পানিটির শেয়ার। এতে করে বাজারের গতিও পরিবর্তন হচ্ছে না বলে মনে করছেন বিনিয়োগকারীরা। কিন্তু গেলো বেশ কিছুদিন ধরেই এই কোম্পানিটির শেয়ার বেশ ভালোভাবে লেনদেন হতে দেখা যাচ্ছে ব্লক মার্কেটে। তাহলে ব্লক মার্কেটে বেক্সিমকো লিমিটেডের এতো ভালো লেনদেন কিসের ইঙ্গিত দিচ্ছে--এমন প্রশ্ন সাধারণ বিনিয়োগকারীদের।বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ গত তিন দিনে বেক্সিমকো লিমিটেডের মূল মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে ২৪ লাখ টাকার কিছু বেশি। আর একই সময়ে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার লেনদেন মূল মার্কেটে না হলেও ব্লক মার্কেটে ঠিকই একটি পক্ষ ফ্লোর প্রাইসের চেয়েও ১০ শতাংশ কম দরে হাতিয়ে নিচ্ছে।বিনিয়োগকারীরা বলছেন, ফ্লোর প্রাইসের চেয়েও কম দামে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের থেকে হাতিয়ে নেওয়ার লক্ষ্যেই ইচ্ছা করে ফ্লোর প্রাইসে আটকে রেখেছে কোম্পানিটির শেয়ার। যখন ব্লকের মাধ্যমে বাজারের বেশিভাগ শেয়ার একটি পক্ষ্যের কাছে চলে যাবে, তখন ঠিকই বেক্সিমকোর শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে উপরে লেনদেন হবে। আর সে কারণেই কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের থেকে ব্লকের মাধ্যমে একটি পক্ষ হাতিয়ে নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news