কেমিক্যাল কারখানা চালু নিয়ে অনিশ্চয়তা
![কেমিক্যাল কারখানা চালু নিয়ে অনিশ্চয়তা](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5534/Far-Camical.jpg)
: পাঁচ টাকার উপরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখিয়ে শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) টাকা সংগ্রহ করা ফার কেমিক্যাল এখন লোকসান কাটাতেই হিমশিম খাচ্ছে। এরমধ্যে আবার কারখানা স্থানান্তরে বন্ধ হয়ে গেছে উৎপাদন। যে কোম্পানিটির কেমিক্যাল কারখানা পূণ:রায় চালু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।একই গ্রুপের ফার কেমিক্যালের মতো আর.এন স্পিনিং মিলস ও এমএল ডাইং নামের আরও দুটি কোম্পানি শেয়ারবাজারে রয়েছে। এরমধ্যে বন্ধ হয়ে গেছে আর.এন স্পিনিংয়ের কার্যক্রম। আর ২০১৮ সালে তালিকাভুক্ত হওয়া এমএল ডাইংয়ের ব্যবসা নিম্নমূখী।নিরীক্ষক জানিয়েছেন, ফার কেমিক্যালের কেমিক্যাল কারখানা কুমিল্লার ইপিজেড থেকে নারায়নগঞ্জের রুপগঞ্জে স্থানান্তর করা হয়েছে। কিন্তু এখনো কেমিক্যাল কারখানা চালু করতে পারেনি। এটা চালু করতে নতুন মেশিনারীজ দরকার। এরমধ্যে কোম্পানি ম্যানেজমেন্ট কেমিক্যাল কারখানার কার্যকারিতা বিবেচনা করছে। এই পরিস্থিতিতে কোম্পানিটির কেমিক্যাল কারখানা চালু করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।এই কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে ২৪ কোটি ৪১ লাখ টাকার নিট লোকসান হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফার কেমিক্যালের পরিশোধিত মূলধনের পরিমাণ ২১৮ কোটি ৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৬৯.৭৬ শতাংশ। কোম্পানিটির বুধবার (২২ ফেব্রুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ১০.৬০ টাকায়।