কেডিএস অ্যাকসেসরিজের ১৬% নগদ লভ্যাংশ ঘোষণা

Date: 2022-10-02 23:00:13
কেডিএস অ্যাকসেসরিজের ১৬% নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল কোম্পানির পর্ষদ সভায় এ ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গিয়েছে।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কেডিএস অ্যাকসেসরিজের আয় হয়েছে ৩১৯ কোটি ৯৬ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ২২১ কোটি ৭৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৫৭ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৫ কোটি ৬৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৮ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৪ নভেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এ বছরের ১ নভেম্বর।৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয় প্রায় ১৫৭ কোটি টাকা। যেখানে আগের বছরে কর-পরবর্তী নিট মুনাফা ছিল ১৪৪ কোটি টাকার বেশি।

Share this news