কে এন্ড কিউয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
![কে এন্ড কিউয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6461/ezgif-4-cdf49034ac.jpg)
শেয়ারাবাজারে তালিকাভুক্ত কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, কে এন্ড কিউয়ের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ৩’।৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।