কে এন্ড কিউর মুনাফা কমেছে ৪৮ শতাংশ
![কে এন্ড কিউর মুনাফা কমেছে ৪৮ শতাংশ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6752/download-11.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত কে এন্ড কিউ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৩ সাল) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি হিসাব অর্থবছরের (২০২২-২০২৩) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৬ পয়সা। ইপিএস কমেছে ৩৫ পয়সা বা ২৩ দশমিক ৯১ শতাংশ।এছাড়া প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৯ পয়সা। ইপিএস কমেছে ৩৩ পয়সা বা ৪৭ দশমিক ৮২ শতাংশ। গত ৩১ ডিসেম্বর ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৪৬ পয়সা।