কাস্টডি ও অন্যান্য অংশগ্রহণকারীর নবায়ন ফি বাড়ল

Date: 2022-11-01 05:00:19
কাস্টডি ও অন্যান্য অংশগ্রহণকারীর নবায়ন ফি বাড়ল
কাস্টডি ও অন্যান্য অংশগ্রহণকারীদের নবায়ন ফি বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১ নভেম্বর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টডি অংশগ্রহণকারীর ক্ষেত্রে নবায়ন ফি ৫০ হাজার টাকার পরিবর্তে ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারীর ক্ষেত্রে ৪ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।ডিপোজেটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।আইনে কাস্টডি অংশগ্রহণকারীর ক্ষেত্রে বলা হয়েছে, এই শ্রেণীর অংশগ্রহণকারী নিজস্ব হিসাবসহ তার গ্রাহকদের কাস্টডি হিসাব এবং স্টক ব্রোকার বা স্টক ডিলারের ক্লিয়ারিং হিসাব পরিচালনা করতে পারবে।উল্লেখ্য, অন্যান্য অংশগ্রহণকারীর ক্ষেত্রে নবায়ন ফি ৫০ হাজার টাকা আগস্ট ২২, ২০২১ তারিখ হতে কার্যকর হয়েছে মর্মে গণ্য হবে।

Share this news