কারসাজি বন্ধে গোয়েন্দাদের চান বিনিয়োগকারীরা
![কারসাজি বন্ধে গোয়েন্দাদের চান বিনিয়োগকারীরা](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5611/d2d91b7a-0884-4b95-aaaf-68633bf2d8dc.jpg)
শেয়ারবাজারে কারসাজি বন্ধে বিএসইসিতে বিএফআইইউর মতো একটি নতুন ইউনিট চালু করার দাবি জানিয়ে বিনিয়োগকারীরা মানববন্ধনে বলেন, যেখানে ডিজিএফআই, এনএসআই এবং এসবির কর্মকর্তারা সংযুক্ত থাকবেন। যা সরাসরি বিএসইসির চেয়ারম্যান নেতৃত্ব দিবেন।রবিবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা মানববন্ধন করেছেন।মানববন্ধনে দুর্নীতিমুক্ত স্মার্ট শেয়ারবাজার গঠনের দাবি জানিয়ে বিনিয়োগকারীদের সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, আজ শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন করেছি। শেয়ারবাজারের চলমান অস্থিরতা রোধে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছি। আরও বলেন, আজ বিকেলে ১২ দফা দাবির একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দিয়ে এসেছি।কাজী আবদুর রাজ্জাক স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। তাই আমরা অনিয়ম ও দুর্নীতিমুক্ত স্মার্ট পুঁজিবাজার গঠনের জন্য আপনার নিকট দাবি রাখছি।এছাড়া শেয়ারবাজারের জন্য সহজ শর্তে অর্থাৎ ৩ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্ধ দেওয়া; পুঁজিবাজারের বন্ড ও মিচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ এক্সপোজার লিমিটেডের বাহিরে রাখার বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন; শেয়ারবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত চলমান ফ্লোর প্রাইজ বহাল, ফোর্স সেল বন্ধ ও আইপিও রাইট শেয়ার ইস্যু বন্ধ; লভ্যাংশের উপর ট্যাক্স লভ্যাংশের উপর থেকে ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার; তালিকাভুক্ত কোম্পানী এবং অ-তালিকাভুক্ত কোম্পানীর কর হারের পার্থক্য ১৫ শতাংশ করা; বাইব্যাক আইন পাশ করা; ৫ শতাংশ কর প্রদান শর্তে অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ সুযোগ; প্রতিটি কোম্পানির পরিচালককে সম্মেলিতভাবে নূন্যতম ৩০ শতাংশ ও ব্যক্তিগত ভাবে ২ শতাংশ শেয়ার ধারণে বাধ্য করা; আইপিওর মাধ্যমে টাকা তুলতে কমপক্ষে পরিশোধিত মূলধনের ১০ শতাংশ শেয়ার আপলোড করার বিধান রাখা; কারসাজি বন্ধে বিএসইসিতে বিএফআইইউর মতো একটি নতুন ইউনিট চালু করার দাবি জানান তারা।