কারণ ছাড়াই বাড়ছে রূপালী ব্যাংকের শেয়ারদর

Date: 2023-07-17 21:00:06
কারণ ছাড়াই বাড়ছে রূপালী ব্যাংকের শেয়ারদর
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে জানিয়েছে ব্যাংকটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ৩ জুলাইয়ের পর থেকে ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে রূপালী ব্যাংকের শেয়ারদর। এদিন লেনদেন শেষে ব্যাংকটির শেয়ারদর ছিল ২৫ টাকা ২০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ২০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে ব্যাংকটির শেয়ারদর বেড়েছে ১১ টাকা বা ৪৩ দশমিক ৬৫ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে গত রোববার ব্যাংকটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ২৩ লাখ ৫৬ হাজার ৮২টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল ব্যাংকটির ২১ লাখ ২৯ হাজার ৭৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রূপালী ব্যাংকের সুদ বাবদ আয় হয়েছে ৬৮২ কোটি ৪৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪৯ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সুদ বাবদ আয় বেড়েছে ১৩২ কোটি ৯১ লাখ টাকা বা ২৪ দশমিক ১৮ শতাংশ। সুদ বাবদ আয় বাড়ার পাশাপাশি এ প্রান্তিকে ব্যাংকের মোট পরিচালন আয় বেড়েছে ১২৭ কোটি ৮৬ লাখ টাকা বা ৪৫ দশমিক ৮৭ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকের মোট পরিচালন আয় হয়েছে ৪০৬ কোটি ৫৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭৮ কোটি ৭৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৭ কোটি ৭২ লাখ টাকা বা ৭৯ দশমিক ৫৭ শতাংশ।

Share this news