কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

Date: 2023-05-18 21:00:13
কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আইসিআইসিএল) ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে জানিয়েছে কোম্পানি দুটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: ডিএসইতে ১০ মে থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারদর। এদিন লেনদেনের শুরুর আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৬০ পয়সা বা ৩০ দশমিক ৩৯ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে গত বুধবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ২৬ লাখ ৮১ হাজার ৭৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল কোম্পানিটির ২২ লাখ ৭৪ হাজার ১৮৮টি শেয়ার হাতবদল হয়েছে।খান ব্রাদার্স: ডিএসইতে গত ৩০ এপ্রিলের পর থেকে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৪০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা বা ২৮ দশমিক ৮৫ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে ৮ মে কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ৪৫ লাখ ১০ হাজার ৪৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল কোম্পানিটির ১৮ লাখ ৯৬ হাজার ২৩১টি শেয়ার হাতবদল হয়েছে।

Share this news