কারখানা সম্প্রসারণে জমি কিনবে আরডি ফুড

Date: 2023-06-11 17:00:12
কারখানা সম্প্রসারণে জমি কিনবে আরডি ফুড
রংপুরে ২০৩ ডেসিমল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস (আরডি ফুড) লিমিটেড। নিবন্ধন ও অন্যান্য ফি বাদে জমি কেনায় ব্যয় হবে ৪ কোটি ৬ লাখ টাকা। কারখানা সম্প্রসারণ ও ভবন নির্মাণে এ জমি কাজে লাগানো হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আরডি ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৭ পয়সা। আর চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৮ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৬০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪ পয়সায়।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আরডি ফুডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৮ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬২ পয়সা।২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে আরডি ফুড। এর মধ্যে ৩ শতাংশ স্টক ও ৩ শতাংশ নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩০ পয়সা।৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০১৯ হিসাব বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৮ ও ২০১৭ হিসাব বছরে যথাক্রমে ৫ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

Share this news