কারখানা বন্ধের পরেও দর বাড়ছে ইমাম বাটনের

Date: 2023-05-31 21:00:11
কারখানা বন্ধের পরেও দর বাড়ছে ইমাম বাটনের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এমনকি কোম্পানিটির বন্ধ কারখানা চালুরও কোনো সম্ভবনা নেই।কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।LankaBangla securites single pageপ্রসঙ্গত, ২০২০ সালের ১ এপ্রিল থেকে কোম্পানিটির কারখানা বন্ধ রয়েছে। বর্তমানে কোম্পানিটির বন্ধ কারখানা চালুরও কোনো সম্ভবনা নেই।সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮২ টাকা ৮০ পয়সা। ৩১ মে কোম্পানিটির শেয়ার দর ১১৬ টাকা উন্নীত হয়।এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Share this news