কানাডা ও তুরস্কে মুন্নু সিরামিকের বিক্রয় কেন্দ্র উদ্বোধন

Date: 2023-01-10 04:00:16
কানাডা ও তুরস্কে মুন্নু সিরামিকের বিক্রয় কেন্দ্র উদ্বোধন
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক লিমিটেড কানাডা ও তুরস্কে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।মুন্নু সিরামিকের ব্র্যান্ড প্রধান ফয়েজ আহমেদ তার ফেসবুক আইডিতে জানান, গত ১ নভেম্বর ২০২২ কানাডার টরেন্টোতে মুন্নু সিরামিকের নতুন বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, এটি তাদেরএকটি বড় অর্জন। যার মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।এ বিষয়ে ফয়েজ আহমেদ শেয়ারনিউজকে টেলিফোনে জানায়, টরোন্টোর বিক্রয় কেন্দ্রের মাধ্যমে কানাডার সুপারসপগুলোতেমুন্নুরসিরামিক পণ্য সরবরাহ করা হবে।তিনি বলেন, কানাডাতে প্রচুর বাংলাদেশী রয়েছে। তাদের কাছে মুন্নু সিরামিকের প্রচুর জনপ্রিয়তা রযেছে। তাদের কাছে যাতে মুন্নু সিরামিকের পণ্য সহজলভ্য হয়, সেজন্য টরেন্টোর বিক্রয় কেন্দ্রের মাধ্যমে দেশটির সব সুপার সপে মুন্নু সিরামিকের পণ্য সরবরাহ করা হবে।তিনি বলেন, কানাডায় বিদেশিরাও যাতে মুন্নু সিরামিক পণ্য ব্যবহার করতে পারেন, সেজন্য তাদের কাছেও প্রতিষ্ঠনটির সিরামিক পণ্য সহজলভ্য করা যায়, তার উপরও জোর দেওয়া হচ্ছে।এছাড়া কানাডার ওয়ালমার্টের সঙ্গে মুন্নু সিরামিক পণ্য বাজারজাত করার বিষয়ে ইতোমধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে ফয়েজ আহমেদ শেয়ারনিউজকে জানান।। যা চুড়ান্ত অবস্থার দিকে এগুচ্ছে। ওয়ালমার্ট সুপারসপের মাধ্যমেও দেশটির বিভিন্ন শহরে মুন্নু সিরামিক পণ্য সরবরাহ সহজলভ্য করা হবে।এদিকে, তুরস্কেও মুন্নু সিরামিকের বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে বলে ফয়েজ আহমেদ জানান।ফয়েজ আহমেদ তার ফেসবুক পেজে জানায়, তুরস্কে মুন্নু সিরামিকের পণ্য রপ্তানী করার লক্ষে বিক্রয় কেন্দ্রটি খোলা হয়েছে। আশা করি, দেশটিতেও মুন্নুর সিরামিক পণ্যের রফতানি অনেক বৃদ্ধি পাবে।ফয়েজ আহমেদ শেয়ারনিউজকে আরও জানান, মালয়শিয়াতে চলতি জানুয়ারি মাসে নতুন একটি শিপমেন্ট যাবে।তিনি জানান, গত বছরমালয়শিয়ায় বাংলাদেশি পণ্যের একটি প্রদর্শনী হয়। সেই প্রদর্শনীর প্রেক্ষিতে গত অক্টোবর থেকে মালয়শিয়ায়মুন্নু সিরামিকপণ্য বিতরণ শুরু হয়েছে। এর ধারাবাহিকতায়চলতি জানুয়ারি মাসেদেশটিতে একটি শিপমেন্ট যাবে।

Share this news