কাল থেকে ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের লেনদেন

Date: 2024-02-08 08:00:08
কাল থেকে ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের লেনদেন
শেয়ারবাজারের কর্পোরেট বন্ড খাতে তালিকাভুক্ত ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ড‘এন’ ক্যাটাগরিতে লেনেদেন শুরু করবে। বন্ডটির ট্রেডিং কোড হলো- ‘UCB2PBOND’। আর বন্ডের স্ক্রিপ কোড হলো- ২৬০১৭।বন্ডটি ডিএসইর কর্পোরেট বন্ড সেক্টরে লেনদেন করবে।

Share this news