জরিমানা হতে পারে এমবি ফার্মার

Date: 2022-12-05 16:00:12
জরিমানা হতে পারে এমবি ফার্মার
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে শ্রমিক কল্যাণ তহবিল (ডব্লিউপিএফ) ও ডব্লিউডব্লিউএফের ১ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। এ অর্থ সর্বশেষ হিসাব বছর সমাপ্ত পরবর্তী নয় মাসের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে জরিমান গুনতে হতে পারে কোম্পানিটিকে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটির নিরীক্ষক ওয়াহাব অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।সর্বশেষ সমাপ্ত হিসাব বছর পর্যন্ত তহবিল দুটির এমবি ফার্মাসিউটিক্যালসের কাছে ১ কোটি ৪ লাখ ৫৯ হাজার ৬৭৬ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে আগের হিসাব বছরের বাবদ পাওনা রয়েছে ৯৯ লাখ ৪৮ হাজার ৮২৬ টাকা। ওই বছর অবশ্য কোম্পানিটি তহবিল দুটিতে ১১ লাখ ৪৪ হাজার ৯৮৮ টাকা পরিশোধ করেছে। বর্তমানের পাওনা টাকা তহবিল দুটিতে সর্বশেষ সমাপ্ত হিসাব বছর-পরবর্তী নয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় কোম্পানিটিকে জরিমানা গুনতে হতে পরে।

Share this news