জমি বেচবে জিকিউ বলপেন
![জমি বেচবে জিকিউ বলপেন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5749/gq-group-533x400-1.png)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেনের পরিচালনা পর্ষদ অব্যবহৃত জমি বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৭.৬৭ কাঠা জমি বেচবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কোম্পানির এই জমি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। কোম্পানিটির জমির মূল্য ৩ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা। জমি বিক্রয়ের টাকা দিয়ে কোম্পানিটি সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ১৬ লাখ টাকার দায় মেটাবে।আর বাকী টাকা কোম্পানিটির অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করা হবে।