জিরো কুপন বন্ড ছাড়বে মোস্তফা মেটাল
![জিরো কুপন বন্ড ছাড়বে মোস্তফা মেটাল](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6001/news_334491_1.png)
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ১৮ কোটি টাকার নন-কনভার্টিবল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ডের কুপন বিয়ারিং রেট হবে ১১ শতাংশ। বন্ডটির লট সংখ্যা ৩৬। আর প্রতি লটের মূল্য হবে ৫০ লাখ টাকা। এ বন্ডের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি। এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম চালু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ধারাবাহিকতায় ২০২১ সালের ৩০ জুন বিএসইসির ৭৮০তম কমিশন সভায় কিউআইওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১১ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পায় মোস্তফা মেটাল। সে অনুসারে কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলের ১ কোটি ১০ লাখ শেয়ার ইস্যু করে ১১ কোটি টাকা উত্তোলন করেছে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করার কথা জানায় কোম্পানিটি। সে সময় মোস্তফা মেটালকে শর্ত দেয়া হয় যে এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট এবং স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট।২০২১ সালের ১৭ অক্টোবর ডিএসইর এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করেছে মোস্তফা মেটাল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। বর্তমান পরিশোধিত মূলধন রয়েছে ৪৮ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ কোটি ৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার। এর মধ্যে ৩১ দশমিক ১৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৯ দশমিক শূন্য ২ শতাংশ ও বাকি ৩৯ দশমিক ৮৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।