জিপির ফাইবার ক্যাবল কেটে গেছে, বন্ধ ইন্টারনেট সেবা
![জিপির ফাইবার ক্যাবল কেটে গেছে, বন্ধ ইন্টারনেট সেবা](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5547/ezgif-4-23c6ec4fa0.jpg)
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃহত্তর মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়েছে। যার কারণে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণফোনের মোবাইল নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়েছে।এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে অন্য অপারেটরের মোবাইল থেকেও কল দিতে সমস্যা হচ্ছে। ইন্টারনেট কাজ করছে না। নেটওয়ার্কে সাইন ক্রস দেখাচ্ছে। আবার কোনো স্থানে গ্রামীণফোনের নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে।সড়ক মেরামতের সময় সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের ৩ জায়গায় ফাইবার কাটা গেছে এমনটি জানিয়েছেন গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশন্স খায়রুল বাশার। তিনি বলেন, সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।