জিলবাংলা সুগারের লোকসান বেড়েছে
![জিলবাংলা সুগারের লোকসান বেড়েছে](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6882/Zeal-Bangla-Sugar-Mills.jpg)
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জিল বাংলা সুগার মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিলো ৯ টাকা ৪৪ পয়সা। এই হিসেবে জিল বাংলা সুগার মিলসের লোকসান বেড়েছে।অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫২ টাকা ৪৭ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৪৬ টাকা ৪৯ পয়সা।৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ৯৫৬ টাকা ৮৪ পয়সা (লোকসান) হয়েছে।