জিবিবি পাওয়ারের ব্যবসা চালানো নিয়ে শঙ্কা

Date: 2022-11-18 16:00:08
জিবিবি পাওয়ারের ব্যবসা চালানো নিয়ে শঙ্কা
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন।নিরীক্ষক জানিয়েছেন, বাংলাদেশ পাওয়ার ডেভেলোপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে জিবিবি পাওয়ারের জয়েন্ট ভেঞ্চার চুক্তি আগামি বছরের ১৭ জুন শেষ হবে। তবে ওই চুক্তি নবায়ন হবে বলে জিবিবি পাওয়ার নিরীক্ষককে আশ্বস্ত করেছেন।এদিকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সাপ্লাই ইনস্টলেশনে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি কালাডোনিয়ান পাওয়ার লিমিটেড ও জিবিবির ১৫ বছরের জয়েন্ট ভেঞ্চার চুক্তি হয়েছিল। যার মেয়াদ আগামি বছরের ১৭ জুন শেষ হবে। এই মেয়াদও নবায়ন হবে বলে জিবিবি পাওয়ার কর্তৃপক্ষ আশাবাদ প্রকাশ করেছেন। তবে সেটা ‘নো পাওয়ার, নো পে’ ভিত্তিতে, যদি সরকার অন্যকোন পলিসি গ্রহন না করে।উল্লেখ্য, জিবিবি পাওয়ারের ১০১ কোটি ৮০ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) মালিকানা রয়েছে ৬৭.৯৯ শতাংশ। কোম্পানিটির শনিবার (১৯ নভেম্বর) শেয়ার দর রয়েছে ১৯.৮০ টাকায়।

Share this news