ঝুঁলে আছে ইউনুস, রয়ে গেলেন আসিফ
![ঝুঁলে আছে ইউনুস, রয়ে গেলেন আসিফ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5605/DSE-4.jpg)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে এখনও নিয়োগ দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আসিফ ইব্রাহিমকে নিয়োগ দিয়ে চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেছে। এক্ষেত্রে আসিফ ইব্রাহিম বিএসইসির সুনজরে পড়লেও ইউনুসুর রহমানের বেলায় পুরো উল্টো চিত্র বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।তারা বলেন, কয়েক বছর ধরেই ডিএসইর বিভিন্ন কাজ করেও খুশি করতে পারেননি বিএসইসিকে। এটাও দেখা যায়, অনেক সময় নিয়ন্ত্রকদের (বিএসইসি) করনীয় বিষয়ে বিভিন্ন আলোচনা করেছেন ডিএসই। সব মিলিয়ে ডিএসইর উপরে অনেকটা ক্ষীপ্ত বিএসইসি। ফলে সম্প্রতি ডিএসইর পক্ষ থেকে বিএসইসির কাছে ১৮ জনের নাম প্রস্তাব করা হয়েছিল স্বতন্ত্র পরিচালক লক্ষে। যেখান থেকে চারজনের নিয়োগ অনুমোদন করে বিএসইসি। কিন্তু মজার বিষয় হলো সেখানে বর্তমানের চেয়ারম্যান ইউনুসুর রহমানের নাম নেই। অথচ সিএসইর বেলায় হলো উল্টো চিত্র। সিএসইর আসিফ ইব্রাহিমকে চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেছে বিএসইসি। পুরো বিষয়টি নিয়ে ডিএসইতে এ ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ইতিমধ্যে গুঞ্জন ওঠেছে ইউনুসুর রহমান হয়ত বিএসইসিকে খুশি রাখতে পারেনি। তাই তার নাম তালিকায় ওঠছে না এবার বলে মনে করছেন তারা।এদিকে সিএসইর পরিচালনা পর্ষদ আসিফ ইব্রাহিমকে এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ অনুযায়ী সিএসইর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেছে। রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় এক্সচেঞ্জের সমস্ত স্বাধীন পরিচালক এবং শেয়ারহোল্ডার পরিচালকরা সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত করেন।এর আগে বিএসইসি সিএসইর বোর্ডে দায়িত্বপ্রাপ্তদের মেয়াদ শেষ হওয়ায় সাতটি স্বতন্ত্র পরিচালকের তালিকা অনুমোদন করে। বিএসইসির অনুমোদন অনুযায়ী, আসিফ ইব্রাহিম ফের তিন বছরের জন্য স্বতন্ত্র পরিচালক হিসেবে বহাল থাকবেন। মনোনীত অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- আব্দুল হালিম চৌধুরী, কাশিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসেন, মিসেস ইস্তার মহল এবং মোহাম্মদ নকিব উদ্দিন খান। এছাড়া নির্বাচিত অন্য চার শেয়ারহোল্ডার পরিচালক হলেন মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, মো. রেজাউল ইসলাম এবং মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।বিএসইসি অনুমোদন অনুযায়ী, ডিএসইতে নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকেরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. হাফিজ মো. হাসান বাবু, অবসরোত্তর ছুটিতে থাকা সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সাবেক চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। আরো ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য হিসাববিদ, আইনজীবি ও আর্থিক বাজার বিশেষজ্ঞদের মধ্য থেকে ৬ জনের নাম পাঠানোর জন্য ডিএসইকে বলা হয়। এক্সচেঞ্জটির কাছ থেকে এ তালিকা পাওয়ার পর আরো দুজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন দিবে বিএসইসি।জানা যায়, আসিফ ইব্রাহিম ১৯৬৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি ইউনিভার্সিটি (ভারত) এবং ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস (যুক্তরাষ্ট্র) থেকে তার আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। ইব্রাহিম নিউএজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান। বস্ত্র ও প্লাস্টিক পণ্য প্রতিষ্ঠান রয়েছে তার।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশের বৃহত্তম এসএমই ট্রেড বডির সাবেক সভাপতি ছিলের আসিফ ইব্রাহিম। তিনি বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেরন্টর (বিল্ড) সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং এফবিসিসিআইয়ের প্রাইভেটাইজেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।