ঝুঁকিতে ইস্টার্ন কেবলসের ৪ কোটি টাকা

Date: 2023-02-25 16:00:09
ঝুঁকিতে ইস্টার্ন কেবলসের ৪ কোটি টাকা
শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্টায়াত্ত্ব ইস্টার্ন কেবলসের বিভিন্ন গ্রাহকের কাছ থেকে পাওনা প্রায় ৪ কোটি টাকা আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষক এই শঙ্কা প্রকাশ করেছেন।নিরীক্ষক জানিয়েছেন, গ্রাহকদের কাছে ইস্টার্ন কেবলসের ৮ কোটি টাকা পাওনা রয়েছে। এরমধ্যে ৩ কোটি ৮৫ লাখ টাকা কয়েক বছর ধরে পাওনা রয়েছে। যা আদায়ে রয়েছে ঝুঁকি। এই অবস্থায় আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) অনুযায়ি সঞ্চিতি গঠন করা উচিত। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ তা করেনি।ইস্টার্ন কেবলসে ৮ লাখ ৬০ হাজার ২৮৮ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করেনি কোম্পানি কর্তৃপক্ষ।এদিকে কোম্পানিটিতে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) অনুযায়ি ডেফার্ড ট্যাক্স গণনা করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া আইএএস অনুযায়ি আয়কর হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কোম্পানি কর্তৃপক্ষ।উল্লেখ্য, ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রাস্ট্রায়াত্ব ইস্টার্ন কেবলসের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৬ কোটি ৪০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৩৭.৯৭ শতাংশ। কোম্পানিটির শনিবার (২৫ ফেব্রুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ১৮১.৪০ টাকায়।

Share this news