ঝুঁকিপূর্ণ শেয়ার নিয়ে দুষ্ট চক্রের মাতামাতি

Date: 2023-04-03 01:00:18
ঝুঁকিপূর্ণ শেয়ার নিয়ে দুষ্ট চক্রের মাতামাতি
শেয়ারবাজারে কোনোভাবেই স্বস্তি ফিরছে না। একদিন সূচক কিছুটা বাড়লে পরের দিনই পতনে চলে যায়। আগের দিনের ইতিবাচক বাজার দেখে বিনিয়োগকারীদের যদিও আশা নিয়ে বাজারে আসে, কিন্তু সেদিন চোখে পড়ে পতনের তোড়। এভাবে প্রতিনিয়ত হোছটের মুখে রয়েছেন তারা।কিন্তু বাজারের এই ডামাডোলের মধ্যেও দুষ্ট একটি চক্র লোকসানি ও দুর্বল মৌলের কিছু শেয়ার নিয়ে প্রতিনয়ত মাতামাতি করে চলছে। তারা কোম্পানিগুলোর শেয়ার দর তুঙ্গে তুলে নানা রকম গুঞ্জন রটায়, যাতে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারগুলোতে বিনিয়োগে আগ্রহী হয়।এদিকে, সাধারণ বিনিয়োগকারীরাও বিচার-বিশ্লেষন না করেই শেয়ারগুলোতে বিনিয়োগ করে বসেন। তারপর বিক্রির সময় আসার আগেই তারা লোকসানের মুখে পড়ে যান।আজ মন্দাবাজারেও একই ঘটনার অবতারণা হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সমতা লেদার, বিডি অটোকারস, লিগ্যাছি ফুটওয়ার, ইউনিয়ন ক্যাপিটাল, স্ট্যান্ডার্ড সিরামিক, জেমিন সী ফুড, আমরা টেকনোলজি, প্রাইম ইসলামী লাইফ, আজিজ পাইপ ও জিকিউ বলপেন।কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাছি ফুটওয়ার, ইউনিয়ন ক্যাপিটাল, স্ট্যান্ডার্ড সিরামিক, আজিজ পাইপ ও জিকিউ বলপেন লোকসানি কোম্পানি। যে কারণে কোম্পানিগুলোর মূল্য আয় অনুপাত (পিই রেশিও) নেগেটিভ।অন্যদিকে, সমতা লেদারের পিই রেশিও ৯৬২.৫০, বিডি অটোকারসের ১৬৭.৬১, জেমিনি সী ফুডের ৪২.৯৮ এবং আমরা টেকনোলজির ৩৮.৯৮।কোম্পানিগুলো মধ্যে ১১ কর্মদিবসের মধ্যে লিগ্যাছি ফুটওয়ার ৪২ টাকা ৩০ পয়সা থেকে ৮৯ টাকা ৯০ পয়সায় উঠেছে। এই ১১ কর্মদিবসের মধ্যে প্রতিদিনই শেয়ারটির দর বেড়েছে। কোম্পানি কর্তৃপক্ষ বলেছে, অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোনো সংবেদনশীল তথ্য নেই।জেমিনি সী ফুড দুই মাসের মধ্যে ৩৪১ টাকা ৭০ পয়সা থেকে ৬১০ টাকা ৩০ পয়সায় উঠেছে। শেয়ারটি নিয়ে দীর্ঘদিন যাবত একটি গোষ্টি কারসাজিতে লিপ্ত রয়েছে।এদিকে, আমরা টেকনোলজি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফায় ইতিবাচক থাকলেও দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় বড় পতন হয়েছে। দ্বিতীয় প্রান্তিকের মুনাফা আসার পর শেয়ারটির দর থেমে ছিল। এখন ফের কারসাজি শুরু হয়েছে।অন্যদিকে, প্রাইম ইসলামী লাইফ ২০২১ অর্থবছরের ডিভিডেন্ড কিছুদিন আগে দিয়েছে। ওই বছরের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২২ অর্থবছরের ডিভিডেন্ড এখনো ঘোষণা করেনি। অর্থাৎ ডিভিডেন্ড ঘোষণায় কোম্পানিটি অনিয়মিত।

Share this news