জেনেক্স ইনফোসিসের দরের পালে ফের হাওয়া
তথ্যপ্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিসের শেয়ারদর ফের লাগামছাড়া। সর্বশেষ পাঁচ সপ্তাহে এর দর ৫০ শতাংশ বেড়েছে। গত ২৭ ডিসেম্বর প্রধান শেয়ারবাজার ডিএসইতে কেনাবেচা হয় ৭৪ টাকার নিচে। গতকাল বুধবার দর ১১০ টাকায় উঠেছে। এর আগে গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত মাত্র আড়াই সপ্তাহে এ শেয়ারের দরই ৭৩ টাকা থেকে ১১৬ টাকায় উঠেছিল।তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ার যখন দরপতনে নাকাল বা ক্রেতা সংকটে কেনাবেচা হচ্ছে না, তখন জেনেক্স ইনফোসিস লেনদেনের শীর্ষে থাকছে। শেয়ারবাজারসংশ্নিষ্টরা জানান, এ শেয়ার নিয়ে কারসাজি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।গতকাল ডিএসইতে ৩৩০ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সাকল্যে ৫৮০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে শুধু জেনেক্স ইনফোসিসের কেনাবেচা হওয়া শেয়ারের বাজারমূল্য ছিল ৮৮ কোটি ৬৪ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৫ শতাংশের বেশি। এ লেনদেনে ভর করে একক খাত হিসেবেও তথ্যপ্রযুক্তি ছিল লেনদেনের শীর্ষে। গতকাল এ খাতে ১৬৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়, যা মোট লেনদেনের ২৮ শতাংশের বেশি। বেশ কয়েকটি বৃহৎ বাজার মূলধনি কোম্পানিসহ নামিদামি কোম্পানি নিয়ে গড়া ওষুধ ও রসায়ন খাত ৬৭ কোটি টাকার লেনদেন নিয়ে ছিল দ্বিতীয় অবস্থানে।পর্যালোচনায় দেখা গেছে, গত ডিসেম্বর শেষে অর্ধবার্ষিক হিসাব অনুযায়ী কোম্পানিটির নিট মুনাফা প্রায় ২২৫ কোটি টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২১৪ কোটি টাকা। মুনাফা বেড়েছে ৫ শতাংশেরও কম। শুধু জেনেক্স নয়, সাম্প্রতিক সময়ে পুরো তথ্যপ্রযুক্তি খাতের প্রায় শেয়ারের দর বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। গতকালের লেনদেনে তারই ঝলক দেখা গেছে। ঢাকার শেয়ারবাজারে লেনদেন হওয়া ৩৩০ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৪০টির দর বেড়েছে এবং কমেছে ১২৬টির। বাকি ১৬৪টির দর অপরিবর্তিত বা ফ্লোর প্রাইসে পড়ে ছিল। ফ্লোর প্রাইসে পড়ে থাকায় ক্রেতা সংকটে আরও ৬১ শেয়ারের কোনো কেনাবেচাই হয়নি। তবে তথ্যপ্রযুক্তি খাতের তালিকাভুক্ত ১১ কোম্পানির মধ্যে ১০টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে নয়টির এবং মাত্র একটির দর কমেছে। সার্বিক হিসাবে এ খাতের গড় দর বেড়েছে ৪ শতাংশের ওপর। ৯ শতাংশ বেড়ে জেনেক্স ছিল দরবৃদ্ধির শীর্ষে। আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, আইটি কনসালট্যান্টস এবং এডিএন টেলিকমের দর ৫ শতাংশ হারে বেড়েছে।