জেনেক্স ইনফোসিসের ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন
![জেনেক্স ইনফোসিসের ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5578/news_332009_1.jpg)
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৭০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেন তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গত সপ্তাহে ডিএসইতে জেনেক্স ইনফোসিসের মোট ৭৪ লাখ ৭৭ হাজার ৬৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭০ কোটি ১০ লাখ ৫১ হাজার টাকা। দৈনিক গড়ে এ লেনদেন ছিল ১৭ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। গত সপ্তাহের মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৬ দশমিক ৪২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৯৮ শতাংশ।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৯ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫১ পয়সায়। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৩ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ। ২ শতাংশ স্টক লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি। এর বাইরে ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ২২ পযসায়। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জেনেক্স ইনফোসিস। এর মধ্যে ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ২২ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৭ টাকা ৫০ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। আগের হিসাব বছরে মোট ২০ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জেনেক্স ইনফোসিসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৫ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭১ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৩২৮। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৭১ শতাংশ ও বাকি ৩৮ দশমিক ৪৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় (পিই) অনুপাত ২৬ দশমিক ৩৭, হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে যা ১৬ দশমিক ৯৭।