জেনেক্স ইনফোসিসের ২৯২ কোটি টাকার শেয়ার লেনদেন
![জেনেক্স ইনফোসিসের ২৯২ কোটি টাকার শেয়ার লেনদেন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4577/news_327848_1.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫ দশমিক ৪৫ শতাংশ বা ১ হাজার ৩৬৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ২৯২ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ১০টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২৯২ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৭ দশমিক ৫৮ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৮৯ শতাংশ।লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে কোম্পানিটির ২১৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকার ১ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৫ দশমিক ৭০ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ২৬ শতাংশ।গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৯ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ৪০ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ দশমিক ২২ শতাংশ।গত সপ্তাহের সর্বোচ্চ লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারদর ৩ দশমিক ৭৩ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৪৩ কোটি ১ লাখ ১৮ হাজার টাকার ১ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন হয়েছে।২ দশমিক ৬০ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ১১ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে কোম্পানিটির। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৯৯ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকার ১ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৯৬ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকায় মোট ১ কোটি ৪৩ হাজার ২০৫টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহের মোট লেনদেনের ২ দশমিক ৫১ শতাংশ রয়েছে কোম্পানিটির দখলে। এ সময় কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ২১ শতাংশ।তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ৩ দশমিক ৫৪ শতাংশ কমলেও সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ৩৩ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৮৯ কোটি ৬৭ লাখ ৭১ হাজার টাকার ২ কোটি ২৪ লাখ ১২ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন হয়েছে।মোট লেনদেনের ২ দশমিক ২৩ শতাংশ নিয়ে তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯৯ লাখ ৬০ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৫ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশ।তালিকায় নবম অবস্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ২ দশমিক ১৬ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ২২ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৮৫ কোটি ৪৩ লাখ ১৭ হাজার টাকার ১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে।