জেনারেশন নেক্সটের উৎপাদন বন্ধ

Date: 2024-11-04 04:00:14
জেনারেশন নেক্সটের উৎপাদন বন্ধ
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনসের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটিতে শ্রমিক অসেন্তাষ চলছে। এছাড়া চলতি মূলধনের ঘাটতি এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পলাতক রয়েছেন। এ অবস্থায় কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।জেনারেশন নেক্সটের পরিচালক শাহীন আক্তার চৌধুরী জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ ও চলতি মূলধনের ঘাটতিতে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা হয়তো দেশের বাহিরে আছেন। এ অবস্থায় কোরাম সংকটে পর্ষদে কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এমনকি চেকে সাক্ষরতাকারীর অনুপস্থিতির কারনে ব্যাংকিং কার্যক্রম করা যাচ্ছে না।এ অবস্থায় সংকট উত্তোরনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পরামর্শ চেয়েছেন এই পরিচালক।

Share this news