জেনারেশন নেক্সটের মজুদ পণ্য নিয়ে নিরীক্ষকের সংশয়

Date: 2022-12-17 16:00:13
জেনারেশন নেক্সটের মজুদ পণ্য নিয়ে নিরীক্ষকের সংশয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের মজুদ পণ্যের পরিমাণ সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছর শেষে প্রায় ২৮৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে পুরোপুরি প্রস্তুত রয়েছে এমন পণ্যের পরিমাণ প্রায় ১০৯ কোটি টাকা। বিদেশী ক্রেতাপ্রতিষ্ঠান এ পণ্য নেয়ার সময়সীমা পিছিয়ে দিয়েছে। এ বিষয়ে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে সংশয় প্রকাশ করেছে নিরীক্ষক জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।নিরীক্ষক প্রতিষ্ঠান মতামতে জানিয়েছে, জেনারেশন নেক্সট ফ্যাশনসের মজুদ পণ্যের পরিমাণ ২৮৭ কোটি ৮৮ লাখ টাকা, যা কোম্পানিটির মোট পণ্য উৎপাদন ব্যয়ের ৮১ দশমিক ৬৬ শতাংশ। এ পণ্যের মূল্য কোম্পানি কর্তৃপক্ষ নির্ধারণ করেছে এবং এসব পণ্য পুরনো হয়ে যাওয়া কিংবা ক্ষতির কারণে এর কোনো লিখিত হিসাব রাখেনি। মজুদ পণ্যের উল্লেখযোগ্য অংশ হচ্ছে প্রস্তুত করা পণ্য, যা কোম্পানি বিলম্বিত জাহাজীকরণ হিসেবে শ্রেণীকরণ করেছে। কোম্পানি জানিয়েছে তারা ক্রেতার অনুরোধে এসব পণ্যের ডেলিভারি পিছিয়ে দিয়েছে। জাহাজীকরণের নতুন তারিখ নির্ধারিত হলেই দ্রুত এসব পণ্য সরবরাহ করা হবে। এ বিষয়ে নিরীক্ষক সংশয় প্রকাশ করে জানিয়েছে, যদি কোনো কারণে ক্রেতা এসব পণ্য নিতে অস্বীকার করে তাহলে এসব পণ্যের মূল্যে বড় ধরনের পতন হবে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জেনারেশন নেক্সট ফ্যাশনসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৫ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি জেনারেশন নেক্সট ফ্যাশনসের পর্ষদ। এ বছরের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৭ নভেম্বর। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছর শেষেও যা একই ছিল। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ৯১ পয়সায়। আগের হিসাব বছর শেষেও যা একই ছিল।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি জেনারেশন নেক্সট ফ্যাশনস। সর্বশেষ ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর আগের দুই বছরও একই হারে স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি।

Share this news